
মন কথা কয় না

অজেয় রায়
এক
শশাঙ্কনাথ বোস একটু আনমনাভাবে গাড়ি চালাচ্ছিলেন। পিচ ঢাকা চওড়া বারাকপুর ট্রাঙ্ক রোড, শরতের অপরাহে উজ্জ্বল রোদের আভায় চকচক করছে। শশাঙ্কনাথের হাত স্টিয়ারিং-এর ওপর, সম্মুখে প্রসারিত চক্ষু কুঞ্চিত। বাস, লরি, প্রাইভেট গাড়ি ইত্যাদি দ্রুতগতি যানগুলিকে অভ্যাসবশে পাশ কাটিয়ে চলছে তাঁর ছাইরঙা অ্যামবাসাডর। শশাঙ্কনাথের মনে চিন্তার আলোড়ন! “মজা! অদ্ভুত মজা! ম্যাজিক!” প্রিয়রঞ্জনের ...