
বাদুড় অতি নিরীহ

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সর্পিল রাস্তা, চুলের কাঁটার মতো বাঁক। একপাশে ঢালের পাথুরে দেওয়াল, অন্যপাশে অতলান্ত খাদ। আপাতত বৃষ্টি থামলেও সকাল পর্যন্ত দুদিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে। পিচ্ছিল পথ, তাই ধীরে, সাবধানে চলছিল রসময়বাবুর গাড়িটা। তিন ঘণ্টার রাস্তা পেরিয়ে এলেও ডিমাপুর পৌঁছতে আরও ঘণ্টা চারেক সময় লাগবে। অর্থাৎ সন্ধ্যা নাগাদ রসময়বাবুর পৌঁছবার কথা ডিমাপুর। নাগাল্যান্ডের এই প্রত্যন্ত অঞ্চলগুলো যেমন নির্জন তেম...