
প্রাপ্তিযোগ

লীলা মজুমদার
গুপির ছোটোমামা বললেন, গোপালপুর বহরমপুর এসব জায়গায় গেছিস কখনো? ‘একবার’—পানু বলল ‘হ্যাঁ, সেবার দাদুরা মুরশিদাবাদ বহরম’— ছোটোমামা হাসলেন, ‘কীসে আর কীসে।’ এ সেবহরমপুর নয়। দক্ষিণ ভারতের রেল ধরে গঞ্জামের দিকে যেতে হয়। শেষ রাতে দাঁড়িয়ে আছিস। যদি কপাল ভালো থাকে এক-আধটা মেছো ট্রাক পেলেও পেতে পারিস। নয়তো সেই ভোরের বাস ছাড়া গতি নেই। আগে চল সেখানে, তারপর বাকিটা বলব।’
এতো মহা গেরো। গুপি পান...