
রেললাইনের পাহারাদার

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হঠাৎ মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, ধড়মড় করে বিছানায় উঠে বসল অরূপ৷ একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছে৷
স্বপ্নটা ছোট৷ মাধ্যমিক পরিক্ষার রেজাল্ট বেরুবার কথা, কোনো কারণে সোমবার বিকেলেই বেরিয়ে গেছে৷ অরূপ তা জানতেও পারেনি৷ সে বিকেলবেলা খেলার মাঠ থেকে ফিরছে, শ্রীনিকেতনের মোড়ে দেখতে পেল তার তিন বন্ধু, রবি, অলোক আর সায়ন্তন হৈ হৈ করে যাচ্ছে, তাদের হাতে একটা বড় ভাঁড়, টপাটপ রসগোল্লা তুলে খাচ্ছে৷
...