
দুর্ঘটনা – জরাসন্ধ

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঐশী বিশ্বাস০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এতদিন যেসব জেল-থেকে-ফেরা অচেনা পত্ৰলেখক ও লেখিকা আমাকে তাঁদের আত্মকাহিনী অশুনিয়েছেন, (যার কিছু কিছু আমি আমার পাঠক-দরবারে পেশ করেছি) তাঁদের দুটো দলে ফেলা যেতে পারে। এক—যাঁরা বলতে চেয়েছেন, তাঁরা নিরপরাধ, অর্থাৎ বিভ্রান্ত বিচারের বলি, দুই—যাঁরা প্রমাণিত অপরাধ স্বীকার করলেও তার পুরোপুরি দায়িত্ব মেনে নিতে চাননি, তার পিছনে দাঁড় করিয়েছেন হয় কোন সামাজিক অসাম্য কিংবা অত্যাচার, অবস্থার প্রতিকূলত...