
জ্বলন্ত দ্বীপের কাহিনী

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
| ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২২ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সোমিত্রের জীবনটা যে এমন একটা মোড় নেবে তা তার অতি বড় বন্ধুরাও ভাবতে পারে নি। আত্মীয়স্বজনরা তো নয়ই। ছেলেবেলা থেকেই সোমিত্র অত্যন্ত গোবেচারা। ঠাকুমার হাতে মানুষ। ঠাকুমা যখন যা বলেছেন বেদবাক্যের মত তা পালন করেছে৷ রাস্তায় সন্ধ্যায় বাতি জ্বলবার পর পারতপক্ষে সে বাড়ির বাইরে থাকে নি। পড়ে যাবার ভয়ে সাইকেল চালাবার চেষ্টা করে নি...