
ঋজুদার সঙ্গে স্যেশেলসে

বুদ্ধদেব গুহ
স্কুল থেকে ফিরতেই মা বললেন, ঋজু ফোন করেছিল। তোদের সকলকে যেতে বলেছে আগামীকাল সন্ধেবেলা। রাতে ওখানেই খেয়ে আসতে বলেছে।
সন্ধেবেলা?
হ্যাঁ। সিক্স-ও-ক্লক শার্প।
সেটা না বললেও হত।
মনে মনে বললাম।
ঋজুদার সঙ্গে এতদিন ঘুরছি আর সময়জ্ঞান হয়নি কি আর! পারলে, পাঁচ মিনিট আগেই পৌঁছব। পরে যাইনি কখনই। কিন্তু সকলকে মানে?
জিজ্ঞেস করলাম মা-কে। জুতো খুলতে...