ঋজুদার সঙ্গে লবঙ্গি বনে

ঋজুদার সঙ্গে লবঙ্গি বনে

বুদ্ধদেব গুহ

ঋজুদার সঙ্গে লবঙ্গি বনে

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconথ্রিলার

পোষ্ট করেছেনমেঘ বালিকা০৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বহুদিন পরে এলাম রে। ভারী ভাল লাগছে। জানিস। ঋজুদা বলল।

আমি বললাম, কত বছর পর?

এই বাংলোতে? তা প্রায় কুড়ি-বাইশ বছর হবে। যদিও এর আশেপাশে এসেছি পনেরো বছর আগেও।

ভটকাই বলল, জায়গার কী নাম রে বাবা! বাঘ্যমুণ্ডা। বাঘের মাথা নাকি?

দারুণ নাম। যাই বলিস। আরও দারুণ নাম আছে। বাঘ্যমুণ্ডা। মানুষখেকো বাঘে-খেকো মানুষদের নাম, যারা ভূত হয়ে যায়। কালাসাণ্ডি জেলাতে। ঋজুদা বলল।


Loading...