
আলেকজান্ডার রহস্য

সৈয়দ মুস্তাফা সিরাজ
ক্যাপ্টেন রামশরণ সিংহ আমার সামরিক জীবনের বন্ধু। থাকেন ছোটনাগপুর অঞ্চলের ভৈরবগড়ে। জায়গাটা কালক্রমে সমৃদ্ধ জনপদের রূপ নিয়েছে। স্থানীয় লোকেরা অবশ্য টাউন-ই বলে। গত মার্চে ক্যাপ্টেন সিংহ কী একটা কাজে কলকাতা এসেছিলেন এবং আমার সঙ্গে দেখা করে গিয়েছিলেন। যদিও প্রায় বছর পাঁচেক পরে দেখা, তার চেহারায় বিশেষ পরিবর্তন লক্ষ করিনি। আমার মতো দাড়ি না রাখলেও তার গোঁফের রং এবং গড়ন আগের মতোই দেখনসই। কথায...