
আমাদের জিপসি

সুনীল গঙ্গোপাধ্যায়
সেবারে বটুকদাদা একটা কুকুরছানা নিয়ে এলেন আমাদের গ্রামের বাড়িতে।
বটুকদাদা কাঁধে একটা ঝোলা নিয়ে কখন কোথায় ঘুরে বেড়ান তার ঠিক নেই। কখনো যান হরিদ্বারের কুম্ভমেলায়, কখনো যান কন্যাকুমারীতে। মাঝে-মাঝে ফিরে আসেন বাড়িতে, প্রত্যেকবারই কিছু-না-কিছু জিনিস নিয়ে আসেন আমাদের জন্য।
কুকুরছানাটি একেবারেই বাচ্চা, ভেলভেটের মতন গায়ের চামড়া, নস্যির মতন রং। চোখ দুটো জুলজুল করছে। দেখলেই আদর কর...