
অপারেশন ব্ল্যাক স্কোয়াড

অজেয় রায়
| অজেয় রায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ঠক ঠক ঠক-দরজায় তিনবার টোকার শব্দ।
-কে?
আমি। দরজার বাইরে থেকে জবাব আসে।
এসাে!—আহ্বান জানালেন চেয়ারম্যান।
ভেজানাে দরজা খুলে ঘরে ঢুকলেন ব্যুরাে অফ ইন্টেলিজেন্সের প্রধান। লম্বা, পেটানাে চেহারা তার। একটু চাপা নাক। দু’চোখে সতর্ক দৃষ্টি। মস্ত এক টেবিল, তার পিছনে বসে চেয়ারম্যান! মাথার চুল ধবধবে সাদা। ঈষৎ লম্বাটে ভাঁজ পড়া মুখ। সাদা, খাড়া নাক। মােটা ফ্রেমের চশমা...