ছিঁড়িতে না পারি দড়াদড়ি
ছিঁড়িতে না পারি দড়াদড়ি
খুলিতে না পারি দড়াদড়ি
সমাজের শিকলে আটকা পড়েছে পা
রান্নাঘরে খুন্তি নাড়ানাড়ি।
কতো যুগ যুগান্তরে
ভুলালো ফুসমন্তরে
শত ধর্মের দোহাই পাড়ি।

ছিঁড়িতে না পারি দড়াদড়ি
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
| রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | |
| গান |
পোষ্ট করেছেনকিতাব ভান্ডার০৭ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছিঁড়িতে না পারি দড়াদড়ি
ছিঁড়িতে না পারি দড়াদড়ি
খুলিতে না পারি দড়াদড়ি
সমাজের শিকলে আটকা পড়েছে পা
রান্নাঘরে খুন্তি নাড়ানাড়ি।
কতো যুগ যুগান্তরে
ভুলালো ফুসমন্তরে
শত ধর্মের দোহাই পাড়ি।