
হৃদয় যতদূর

আবুল হাসান
কোনো কিছুই সত্য নয়, কোনো কিছুই মিথ্যা নয় তাই সত্য ও মিথ্যার সঙ্গে স্বাভাবিকতার সংসর্গটাকেই সে জীবনের জীবিত গ্রন্থ বলে বেছে নিয়েছে এবং একা একা থাকা তাই তার তুমুল দর্শনে কুলিয়ে গেছে। মীয়ের বারান্দায় বসে ঘন মেঘের মতো একা একা থাকতে তাই তার কোনো ক্রমেই অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু নিজেকে নিশ্চিতের নম্রতায় বাঁধা সে আর এক অভিভূত পথ। বরং যেখানে জাগতিক সম্বন্ধ, সময়ের সঙ্গে শত্রুতা ...