
হরপার্বতী সংবাদ

সঞ্জীব চট্টোপাধ্যায়
| সঞ্জীব চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বুঝলে পার্বতী। আবার, আবার তুমি ওই রেফযুক্ত নামে আমাকে সম্বোধন করছ। বলেছি না পারু বলে ডাকবে। তোমার মুখে বড়ো মিষ্টি শোনায় গো। তা ছাড়া এই সেদিন তোমার দাঁত বাঁধানো হয়েছে। মুখে ধরে রাখার কায়দাটা এখনও রপ্ত করতে পারনি। রেফর’ফলা, যুক্তাক্ষর উচ্চারণ করতে গেলেই খুলে খুলে যাচ্ছে। পেনসানের টাকায় একবারই দাঁত বাঁধানো যায়। বারে বারে কে তোমার দাঁত বাঁধিয়ে দেবে। বয়েস হচ্ছে, বুদ্ধি কিন্তু ...