
স্বপ্নের মতো

সঞ্জীব চট্টোপাধ্যায়
| সঞ্জীব চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল
দূর সমুদ্রের ধারে বিদেশিনী,
কিছু দিন, কিছু অবসর কেটে গেল
স্বপ্নের ঘোরে, মনে যদি নাও থাকে
তোমার, লিখে রেখে যাই নিজের খেয়ালে
আমি রাজা নই, সামান্য নাগরিক
প্রেম ছাড়া আমাদের কোনো ইতিহাস নেই।
এত সংগীত কোথা থেকে আসছে! এই অন্ধকার নিস্তব্ধ রাতে। আমার সেই গানের কলিটা মনে পড়ছে, নিঝুম রাতে কে বাঁশি বাজায়। অ...