
সিংহ

প্রচেত গুপ্ত
ঘাড়ের কাছে সুড়সুড় ভাবটা কার্তিক তরফদার প্রথম অনুভব করেন অফিসে। হালকা সুড়সুড়ানি মতো ভাব। পিঁপড়ে গায়ের ওপর দিয়ে হেঁটে গেলে যেমন হয়, অনেকটা সেরকম। লাল পিঁপড়ে নয়, কালো সুড়সুড়ি পিঁপড়ে। ঘাড়ে যেখানে চুল শেষ হয়েছে, পিঁপড়েটা সেখান দিয়ে হেঁটে গেল।
হাত দিতে গিয়েও নিজেকে সামলেছিলেন কার্তিকবাবু। অফিসের বড়বাবুর ধমকানির সময় ঘাড় চুলকোনো যায় না। আর যখন ধমকানি ‘গাধা-গোর...