সাঁঝ সকালের মা

সাঁঝ সকালের মা

মহাশ্বেতা দেবী

সাঁঝ সকালের মা

Books Pointer Iconমহাশ্বেতা দেবী
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বৈশাখের তাতে মাঠের ছাতি ফাটে, সাধন কান্দোরীর মা জটি ঠাকুরনী মরে গেল।

মরে যাবার আগে জটি ঠাকুরনীর পেট গলা ফুলে ঢাক হয়েছিল। বাঁশের দোলা বেঁধে সাধন কান্দোরীর মা—কে নিয়ে হাসপাতালে গিয়েছিল।

‘মোকে আঁসপাতালে দিস না সাধন। আঁসপাতালে ডোমে লাড়ীভুড়ি টেনে ছিঁড়া করবে বাপ।’

‘ডাক্তারে বলে আঁসপাতালে লিয়া করতে।’

‘অ বাপ, মোর সাধন বাপ, ডোম দিঞে লাড়ী ছিঁড়া করাস না বাপ!’


...

Loading...