
শত্রুপক্ষ

অতীন বন্দ্যোপাধ্যায়
সকালেই অরূপার গলা পাওয়া গেল।
সে কী যেন বলছে। বেশ জোরে জোরে। কিছুটা তিরস্কারের ঝাঁঝ আছে কথায়।
সাধারণত এত সকালে কেউ বাড়িতে জোরে কথা বলে না। তিরস্কার তো নয়ই। জোরে কেউ কথা বললেই সে রেগে যায়।
তার তো বাড়িতেও থাকার কথা না। স্কুলে চলে যাওয়ার কথা।
আজ স্কুলে গেল না কেন তাও বুঝতে পারছি না।
সকাল আটটার আগে আমার সাধারণত ঘুম ভাঙে না। শীতের সকাল দেখ...