
লাটু খড়িয়া এবং একটি দাঁড়াশ সাপ

বুদ্ধদেব গুহ
| বুদ্ধদেব গুহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হাতিগুলোর সামনে আগুন জ্বলছিল।
পাশাপাশি বাঁধা ছিল মেঘাঙ্গিনী, বাতাসি, সুলোচনা, প্রিয়ংবদা। মেয়ে হাতিগুলোর পাশে পুরুষগুলো; চন্দ্রচূড়, নীলকান্ত, রাজকান্ত।
তখনও পুবে-আলো ফোটেনি। হলং নদী থেকে ঠাণ্ডা ধোঁওয়া উঠছে। শীত; বড়ো স্যাঁতসেঁতে শীত। আগুনের পাশে বসে মাহুতরা হাত সেঁকছিল। এনামেলের চা-এর গ্লাস হাতে ধরে দু-হাতের পাতা দিয়ে গরম গ্লাস থেকে উষ্ণতা শুষে নিচ্ছিল স্নায়ুতে স্নায়ুতে। হা...