
রাজার স্কুল

শেখর বসু
রাজার অনেক বন্ধু॥ তবে বন্ধুর সবাই রাঙ্ছার চাইতে বয়সে একটু বড় । রাষ্া তাদের সঙ্গে খেলে, গল্প করে, তারা যা যা করে” রাজাও তাই তাই করে ৷ কিন্তু তারা সবাই স্কুলে যায়, রাজা বায় না। স্কুলে যেতে না পারার জন্তে রাজার মনে খুব ছখে ৷ রাজা প্রায়ই মায়ের কাছে বলে, “মা আমাকে এবার স্কুলে ভি করে দাও ” একথা বললেই মা ওকে আদর করে বলে, “রাজামশাই॥ এখন তো তোমার সাড়ে তিন বছর বয়েস, চার হলেই স্কুলে ভর্তি করে...