
রাশা

মুহম্মদ জাফর ইকবাল
উৎসর্গ : নাইরাহ্ অনোরা সাইফ
তুমি কি জানো তুমি কত আনন্দ নিয়ে পৃথিবীতে এসেছ?
০১. আব্বু–আম্মু যখন অন্যরকম
রাইসার বয়স যখন দশ তখন তার ক্লাসের একটা ফাজিল ছেলে তাকে নিয়ে একটা কবিতা বানিয়েছিল। কবিতাটা শুরু হয়েছিল এভাবে :
রাইসা
মাছের কাঁটা খায় বাইছা বাইছা।
এটা মোটেও কোনো ভালো কবিতা হয়নি, ক্লাসের ক...