
রাজরাজেশ্বর

শ্যামল গঙ্গোপাধ্যায়
শ্রীনিবাস সরকার প্রভাতের অফিসে এসে যখন বসতে লাগলেন—তখনই তিনি কম কিছু নন। দৈনিক, মাসিক, সপ্তাহের কাগজের জগতে শ্রীনিবাস সরকার বেশ ভালােই পরিচিত। তসরের পাঞ্জাবি। ধুতির কেঁাচার ফুলের ঢেউ পাম্পশুর নাকে লুটোপুটি। মাথার মাঝে টাক। তার চারপাশে কালাে কেঁকড়া চুলের বাগান।
শ্রীনিবাসের তখন যদি সাঁইত্রিশ তাে আমার যাচ্ছিল তেত্রিশ-চৌত্রিশ। কিন্তু মাঝের এই কয়েক বছরের তফাত তিনি গাম্ভীর্য, ঔদার্য, দাক্ষ...