
রাজমহিষী

রাজশেখর বসু (পরশুরাম)
| রাজশেখর বসু (পরশুরাম) | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনপুস্তক ভান্ডার১১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হংসেশ্বরের রায় খুব ধনী লোক। রাধানাথপুরে তাঁর যে জমিদারি ছিল তা এখন সরকারের দখলে গেছে, কিন্তু তাতে হংসেশ্বরের গায়ে আঁচড় লাগে নি। কলকাতায় অফিস অঞ্চলে আর শৌখিন পাড়ায় তাঁর ষোলটা বড় বড় বাড়ি আছে, তা থেকে মাসে প্রায় পঁচিশ হাজার টাকা আয় হয়। তা ছাড়া বন্ধকী কারবার আর বিস্তর শেয়ারও আছে। হংসেশ্বরের বয়স পঞ্চাশ। তাঁর পত্নী হেমাঙ্গিনী সংসারে অনাসক্ত, বিপুল শরীর নিয়ে বিছানায় শুয়ে ঔষধ আর পু...