
যে যা পারে না

প্রচেত গুপ্ত
যে যা পারে না! এ আবার কী রে বাবা! শাম্বদা মিটিমিটি হেসে বলল, ‘দেখ না কী কাণ্ড হয়। এবারের নবমী একেবারে জমজমাট হয়ে যাবে। একেই বলে যথার্থ রিয়ালিটি শো।’ মেঘনা ভয়-ভয় মুখে বলল, ‘শাম্বদা, পুজোর সময় কোনও ঝামেলা-টামেলা হয়ে যাবে না তো? করতে গেলাম ফান, হয়ে গেল উলটো। তা হলে পুটো কমিটি কিন্তু ছেড়ে কথা বলবে না।’ শাম্বদা মেঘনার কাঁধে হাত রেখে বলল, ‘দূর বোকা, সবাই দারুণ খুশি হবে। আইডিয়া...