
যাকে ঘুষ দিতে হয়

মানিক বন্দ্যোপাধ্যায়
| মানিক বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকিতাব ভান্ডার২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মোটর চলে আস্তে। ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়, স্পিড় দেবার জন্য অভ্যাস নিশপিশ করে ওঠে প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাবার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না কিন্তু সস্ত্রীক হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে–নিজেদের দামি মোটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রয়ে-সয়ে চেটেপুটে উপভোগ করতে ভালোবাসে।
এত বড়, এত দামি এম...