জনক ও কালোকফি

জনক ও কালোকফি

সৈয়দ শামসুল হক

জনক ও কালোকফি

Books Pointer Iconসৈয়দ শামসুল হক
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনহিয়া মজুমদার১০ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমাকে আবার ফিরে আসতে হলো। নিশাতের সঙ্গে আমার কখনো যদি দেখা না হতো তাহলে আসতাম না। নিশাত না হয়ে অন্য কেউ হলে কী হতো জানিনে। নিশাত এতদিন আমার কাছে কাছে, ওকে ছাড়া এই যে আমি আর কিছু ভাবতে পারিনে, এই যে আমার সব কাজ, সব ভবিষ্যতের মধ্যে কেবল নিশাতের মুখ দেখতে পাই– তবু এতদিন এখানে ফিরে আসার কথা মনে আসেনি। আজ আসতে হলো।

মা’র কাছে আমি ছাব্বিশ বছর পরে ফিরে আসছি। নিশাত বলেছে, আমার বউ হতে ওর কোনো ...

Loading...