
মেলায় ঝামেলা

অজেয় রায়
বিকেল পাঁচটা নাগাদ বঙ্গবার্তার অফিসে একবার ঢুঁ মারল দীপক। ভবানী প্রেসের এক অংশে কাঠের পার্টিশন ঘেরা ছোট্ট কুঠুরি। তারই ভিতর বসেন সাপ্তাহিক বঙ্গবার্তা পত্রিকার সম্পাদক শ্রীকুঞ্জবিহারী মাইতি। ভবানী প্রেসেরও মালিক মাইতিমশাই। বছর পঁচিশেকের যুবা দীপক রায় বঙ্গবার্তার একজন সাংবাদিক। কাজটা তার শখের বলা চলে। কারণ সাংবাদিকদের পারিশ্রমিক দেবার সাধ্য নেই বঙ্গবার্তার, বড়জোর মাঝেসাঝে দু-চার ট...