
মালতী

প্রচেত গুপ্ত
এক
গোলমালটা প্রথম হল সুনন্দিনীর অফিসে বেরনোর সময়ে।
সুনন্দিনী ফ্ল্যাটের দরজা টেনে লক করতে যাচ্ছিল। এটা গোলমাল? নাকি ভুল? ভুল বলাই উচিত। নিচে অফিসের গাড়ি চলে এসেছে। সুনন্দিনী ছিল তাড়াহুড়োর মধ্যে। বুকের ভিতর ছ্যাঁৎ করে উঠল।
ঘটনার সূত্রপাত সেই সকালে।
এই পরিবারে দিন শুরু হয় বেশি সকালে। রান্নাঘরে মাছ ধুচ্ছিল মালতীর মা। পরপর তিনবার তার মোবাইল...