
মায়া

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
| বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৮ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দু-বছর আগের কথা বলি। এখনও অল্প-অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কী করে এলাম এখানে! বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল।
যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সরষে, বেজেরডাঙা পার হতে বে...