
বেড়ালের ডাক

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
| শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৫ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রাত্রি তখন একটা কি দু’টা হইবে। ইজিচেয়ারে শুইয়া বোধ হয় তন্দ্রা আসিয়া পড়িয়াছিল। কেরাসিনের ল্যাম্পটা ঠিক মাথার শিয়রে সতেজে জ্বলিতেছিল। এমন সময় স্ত্রীর কণ্ঠস্বরে চমকিয়া জাগিয়া উঠিলাম;—‘ওগো, দূর করে দাওনা আপদটাকে। আবার ডাকছে।’
ঠিক যে বিছানার উপর খোকা জ্বরের ঘোরে অজ্ঞান অচৈতন্য হইয়া পড়িয়াছিল তাহার মাথার দিকের বদ্ধ জানালার ওপারে বসিয়া বিড়ালটা ডাকিতেছিল। ডাকটা ঠিক স্ব...