
বেঁচে থাকার বিশেষ উপায়

শ্যামল গঙ্গোপাধ্যায়
| শ্যামল গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ২৬ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
খরচ হয়ে যাওয়া টাকা এক বিশেষ উপায়ে বাঁচায় মানিক সরকার। প্রতিটি টাকাই তার কাছে মূল্যবান। যে রাস্তা বাসে পঞ্চাশ পয়সায় যাওয়া যায়—সেই রাস্তাই উর্মিলা ট্যাক্সি না হলে যাবে না বলে মানিকের ওপর চাপ দেয়। বলে—বাসের পাদানি উঁচু—আমার বয়স হয়েছে—ওই কেঠো বাসের ঝক্কর ঝক্কর আমার সহ্য হয় না।
তখন মানিক তার বউ ঊর্মিলাকে বলে, তাহলে মিনিবাসে চল। আশি পয়সা করে পড়বে মাথাপিছু।
উহু। মিনিবাস ভী...