
বিড়াল

বুদ্ধদেব গুহ
এঘরটার অবস্থা শোচনীয়। মাঝে মাঝেই দেওয়াল থেকে পলেস্তারার চাপড়া খসে পড়ে। বর্ষার দিনে পশ্চিমের দেওয়াল জুড়ে ড্যাম্প, ভেজা ভেজা স্যাঁতসেঁতে সবসময়। শীতের দিনে রুখু উত্তরে বাতাস পাশের নতুন ওঠা মাল্টিস্টোরিড বাড়ি হয়ে গোঁত্তা মেরে ঢুকে পড়ে পশ্চিমের জানলা দিয়ে।
পঁচিশ বছর আগেও শোচনীয় ছিল। এখন অবস্থা আরও খারাপ হয়েছে। এই ঘরেই ‘ঘোষ অ্যাণ্ড দাশগুপ্ত’ কোম্পানির ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্...