
পেঁজিয়া

বুদ্ধদেব গুহ
এখন লক্ষ্ণৌয়েরই বাসিন্দা হয়ে গেছি। আমিনাবাদে থাকি। বেঙ্গল ক্লাবের কাছেই আমার ভাড়া বাড়ি। ক্লাবের ক্রিয়াকান্ডের সঙ্গে জড়িয়ে কী করে যে সারাবছর কেটে যায় বুঝতে পর্যন্ত পাই না। কখনো ভাবিনি যে, কলকাতা ছেড়ে থাকতে পারব পুজোতে। কিন্তু আজ প্রায় তিরিশ বছর হয়ে গেল কলকাতাতে যাইনি পুজোতে। এখানকার পুজো নিয়েই থাকি। কয়েক হাজার বাঙালির জমায়েত হয় তখন। খাওয়া-দাওয়া, গান-বাজনা সব মিলিয়ে হই-হই করে...