
মুশকিল আসান

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কদমতলার মোড়ে লোকটিকে ঘিরে ভিড় জমে গিয়েছিল। বছর ষাটের পাঞ্জাবি-ধুতি পরা মানুষটি রুমালে মুখ ঢেকে কাঁদছিলেন। তাঁর শরীর কাঁপছিল। শেষপর্যন্ত মাটিতে বসে পড়লেন তিনি। বোঝাই যাচ্ছিল খুব অসুস্থ হয়ে পড়েছেন। যারা এতক্ষণ দর্শক হয়ে দাঁড়িয়েছিল তারা মানুষটিকে ধরাধরি করে নিয়ে এল চৌধুরী মেডিক্যাল স্টোর্সে।
চৌধুরী মেডিক্যালের রামদার সঙ্গে আড্ডা মারতে অর্জুনের বেশ ভালো লাগে। ফাঁক পেলেই চলে আসে স...