
নিসঙ্গতা
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
| রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনপুস্তক ভান্ডার০৭ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভাগ্যরেখাহীন করতলের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ওর হাতটাকে আর হাত মনে হয় না, হাতের অন্যান্য সব রেখাগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে থাকে। ভেসে উঠতে থাকে একটি বিশাল মাঠ, যার বুকের ওপর ঘন লোমের মত রাশি রাশি ঘাসের চুড়াগুলো রোদের কড়া ঝাঁজে হলদে হয়ে উঠেছে—তবু ওদের দেখতে সজীব মনে হয়। যতো দূর চোখ যায় কোথাও কোনো একটি গাছও নেই। শুধু হাতের রেখার মতো আঁকাবাঁকা তামাটে মাটির কতোগুলো রাস্তা কোনোটা...