
নিউ হোপ ডায়ামন্ড
সুজন দাশগুপ্ত
শনিবার ঘুম থেকে উঠেই শুনি একেনবাবু আর প্রমথর মধ্যে তর্কাতর্কি চলছে। প্রতিদিনই একটা না একটা কিছু নিয়ে ওদের লাগে। আজ প্রাচুর্যের সঙ্গে সুখের সম্পর্ক নিয়ে। একেনবাবুর বক্তব্য টাকা না থাকলে সুখী হওয়া যায় না।
প্রমথ মানবে না। “সুখী-অসুখী হওয়া নির্ভর করে অ্যাটিচুডের ওপর। একটা বাচ্চাকে ঘর-ভরতি খেলনা দেওয়া হল। এক ঘণ্টা যেতে না যেতেই তার কান্না, কারণ খেলনাগুলো পুরোনো হয়ে গেছে। অন্য...