
নতুন পাতা

প্রতিভা বসু
একটু বেশি তাড়াতাড়িই মেয়ের বিয়ে দিয়ে দিলেন উত্তমাসুন্দরী। সুবিধেমতন পাওয়া গেল, নিজেরও সহায়সম্বলের তেমন জোর নেই যে, মেয়েকে বড় করবেন লেখাপড়া শিখিয়ে। বিধবা মানুষ, ভাশুরের আশ্রয়েই দিন কাটছে। তাই নানাদিক বিবেচনা ক’রে ঠিক করে ফেললেন সম্বন্ধ।
মেয়েটা একটু পাগলা-পাগলা। বয়সের তুলনায় ছেলেমানুষও খুব। একটামাত্র মেয়ে, স্বামী-স্ত্রী আদর দিয়েছিলেন প্রচুর। যা যখন চাই―তাই সই। ...