
ধানশ্রী

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ০১ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বন্দরের ঘাট থেকে এক্সপ্রেস স্টিমার ছেড়ে চলে গেল। সুধাকর মাঝি অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল সেদিকে। জাহাজ তো নয় একটা প্রকান্ড দৈত্য যেন! কীর্তনখোলার জল তোলপাড় করে, চারদিক ফেনায় ফেনাময় করে দিয়ে বাঁকের মুখে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। শুধু বহুক্ষণ ঢেউয়ের দোলায় দুলতে লাগল সুধাকরের কেরায়া নৌক...