
দিঘি

প্রচেত গুপ্ত
আবার দেখা দিল!
দেখা দিল সেই একই জায়গায়! রাস্তার ঠিক ওপাশে, ফুটপাথ টপকে। সারি সারি দোকান বাজার, বাড়িঘর এক টানে সরিয়ে ফেলে টলটল করছে জল। সকালবেলার ঝকঝকে আকাশ তাতে ছায়া ফেলেছে। নীল ছায়া। মনে হচ্ছে নিজের একটা টুকরো ভেঙে নীচে ফেলে রেখেছে।
জগন্নাথ প্রথমে চোখ কচলাল তারপর মাথা ঝাঁকাল। অনেকসময় মাথা ঝাঁকালে মিথ্যে দৃশ্য চোখের সামনে থেকে সরে যায়। এই জিনিস কিন্তু সরল না। উ...