
দাওয়াই

সঞ্জীব চট্টোপাধ্যায়
যতীশবাবু শব্দ একদম সহ্য করতে পারেন না। আগে পারতেন কি না জানি না, এখন কিন্তু একেবারেই পারেন না। কোনওরকম শব্দ, চিৎকার, চেঁচামেচি হলেই যতীশবাবুর কপালে ঠিক নাকের উপর দুটো ভুরুর মাঝখানে খাঁজ দেখা দেয়, মাথার মধ্যে কে যেন হাতুড়ি পেটাতে থাকে, রক্তের চাপ বাড়তে থাকে, চিন্তা এলোমেলো হয়ে যায়, শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে থাকে, হাতের আঙুল মুঠো হয়ে যায়, বহুদূর থেকে একটা পলতের আগুন এগিয়ে আসতে...