
তুতুনের খুমের ওষুধ

শেখর বসু
তুতুনের সব ভাল । তুতুন পড়তে পারে, লিখতে পারে, ছড়া মুখস্থ বলতে পারে, ওর দোষ শুধু একটাই । তুতুন না তুতুনের মা এইভাবে কারও সঙ্গে কথা শুরু করলে তুতুন বুঝতে পারে, মা কী বলতে চাইছে। ও তখন ছুটে গিয়ে মায়ের মুখের ওপর নিজের হাতছটেো চেপে ষরে বলে, “মা বোলো না বোলে না।” তাই না শুনে মা মুখ টিপে হেসে বলে, “ঠিক আছে, বঙ্গব না,
কিন্তু তুমি আর কক্ষনো খাবে না তো ?” তুতুন দুপাশে মাথা ঝাঁকিয়ে বলে, “...