
তত্ত্বাবধান মানে জীবে প্রেম

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা৩০ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রবিবারের সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেথিসকোপ কানে লাগিয়ে বাড়ির হুলোবেড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম। বেশ গুরগুর করে আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আরশোলা টিকটিকি খেয়েছে। তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল। আমি টুনির পেট সম্পর্কে এইসব দারুণ দারুণ চিন্তা করছি, এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকল : প্যালা, কুইক–কুইক!
স্টেথিসকোপ র...