
টিটিচিকোরি

বুদ্ধদেব গুহ
ভবানীপুরের গঙ্গাপাড়ের একটি জরাজীর্ণ ভাড়াবাড়িতে রায়পরিবার থাকতেন আজ থেকে চল্লিশ বছর আগে। ছোটোবাবু ছিলেন জগৎ রায়। অবিবাহিত, উপার্জনহীন। বাড়ির ভাইপো-ভাইঝি বোনপো-বোনঝি তাঁকে ডাকত, ছোটোকামা বলে। মামা এবং কাকা মিলিয়ে।
ছোটোকামা বললেন, অ্যাই পাপা, পা-টা একটু টিপে দে তো! বড্ড ফাঁকিবাজ হয়েছিস তুই।
পাপা পায়ের কাছে গিয়ে বসল তক্তপোশে। দু-হাতে ছোটকামার পা টিপতে লাগল।