টিকটিকির ল্যাজের দিক

টিকটিকির ল্যাজের দিক

শিবরাম চক্রবর্তী

টিকটিকির ল্যাজের দিক

Books Pointer Iconশিবরাম চক্রবর্তী
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০১ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

হুঁকাকাশি১ একজন নামজাদা গোয়েন্দা। আমাদের কল্কেকাশি তাঁরই ভায়রাভাই। তপ্ত কল্কের মতো গনগনে আর কাশির মতো খনখনে তাঁর দাপট। তাঁর নামডাকও ভায়রার চেয়ে কিছু কম যায় না।

টিকটিকি হিসেবে তিনিও কিছু কম নন। অনেক খুনের তিনি কিনারা করেছেন খুনির কিনারে না গিয়েও। কত ডাকাতকে তিনি কাত করেছেন, চোরকে ছেঁচড়ে এনেছেন দেখতে-না-দেখতে। কত রাহাজানির সুরাহা করেছেন জানাজানি হওয়ার আগেই।


বদলোক...

Loading...