
জ্যোৎস্নাময়ী

সমরেশ বসু
প্রিয়লাল মুস্তফির বাড়িতে যেন আনন্দের ঝড় বইতে লাগল। বস্তুত এ আনন্দের ঝড়ের সূচনা করেছিল মহীতোষের চিঠি, পাবার দিন থেকেই। এক মাস আগে মহীতোষ, তারিখ দিনক্ষণ জানিয়ে, হামবুর্গ থেকে, বাবা প্রিয়লালকে চিঠি লিখেছিল, ও কলকাতায় আসছে। সেই চিঠিতেই মহীতোষ ওর ভীষ্মের প্রতিজ্ঞাভঙ্গের সংবাদটা জানিয়েছিল। ...