
জীবন পাত্র

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২৪ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
নরেনবাবু লোকটিকে আমার পছন্দ হচ্ছিল না। লোকটা জ্যোতিষবিদ্যা জানুক, আর না-ই জানুক তার মধ্যে বেশ একটা নিরীহ ভাব আছে। আর খুব একটা ব্যবসাবুদ্ধি নেই।
আমার কোষ্ঠীর ছকটা গত পনেরো বছর ধরে আমার মুখস্থ আছ...