
জোঁকা

কাসেম বিন আবুবাকার
সেলিমদের গ্রাম থেকে প্রায় এক মাইল দূরে মাঠের মাঝখানে একটা পুকুর। প্রায় একশ বছর বেশ বড় পুকুর আছে। পুকুরটার নাম নতুন আগে কাটান হলেও এখনও সেই পুকুরকে আশপাশের গ্রামের লোকজন কেন নতুন পুকুর বলে, তা কেউ বলতে পারে না। সব থেকে আশ্চর্যের বিষয়, এতকাল আগের কাটান পুকুর ভরাট না হয়ে গভীর রয়ে গেছে। ছেলেবেলায় ছোট চাচার মুখে সেলিম শুনেছিল, ঐ পুকুরে জোঁকা আছে। জোঁকা নাকি একবার জমিদার বংশের এক...