
জাদুঘর

সন্তোষকুমার ঘোষ
ছয় ঋতুর মধ্যে ট্যুরিস্ট হামলা শুরু হয় ঠিক এই সময়ে, পড়-পড় শীতে। ইস্টিশানটা এমনিতে হট্টমন্দির, যেমন খুশি, যখন খুশি আসা-যাওয়া, কিন্তু এখন বড় কড়াকড়ি। দরোজাদারবাবু সিগন্যাল হেঁট হতে না হতেই এসে হাজির : চিচিং বাঁধ। বিন্টিকিট মাছিটাকেও গলতে দেবেন না।
সাইকেল-রিকশালার দল ঘন ঘন ট্রিং ট্রিং ট্রিপ মারছে। একজোড়া মোটে তেরপলঘোমটা ট্যাক্সি, পাম্প থেকে ফাঁকে ফাঁকে চোঁ-চুমুক পেট্রল...