Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
No results found
সন্তোষকুমার ঘোষ

@লেখক

(৯ সেপ্টেম্বর ১৯২০ – ২৬ ফেব্রুয়ারি ১৯৮৫)

সন্তোষকুমার ঘোষ একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। তিনি বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪০ সালে বিএ পাস করেন।

সাহিত্যজীবন

সাহিত্যে তাঁর যাত্রা শুরু হয় কবিতা দিয়ে। প্রথম উপন্যাস নানা রঙের দিন-এ তাঁর নতুন রচনাশৈলীর পরিচয় মেলে। কিনু গোয়ালার গলি তাঁর একটি উল্লেখযোগ্য উপন্যাস। আত্মজীবনীমূলক উপন্যাস শেষ নমস্কার - শ্রীচরণেষু মাকে ১৯৭৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়। তাঁর অন্যান্য জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে জল দাও, সময় আমার সময় ইত্যাদি। বহু ছোটগল্প ও প্রবন্ধ লিখে বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন।

সাংবাদিকতা

সাংবাদিক জীবনের সূচনা ১৯৪২ সালে যুগান্তর পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে। পরবর্তীতে আনন্দবাজার পত্রিকা-র বার্তা সম্পাদক হিসেবে ১৯৫৮ সালে যোগ দেন। তিনি বাংলা সাংবাদিকতায় সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষা চালু করেন, যা সংবাদপত্রকে সাধারণ মানুষের নিকট আরও গ্রহণযোগ্য করে তোলে। পরবর্তীকালে তিনি পত্রিকার সংযুক্ত সম্পাদক হন এবং বহু সাংবাদিককে গড়ে তোলেন। সম্পাদকীয় রচনায় ছিলেন দক্ষ।

রবীন্দ্র অনুরাগ

তিনি একজন নিবেদিতপ্রাণ রবীন্দ্র অনুরাগী ছিলেন। এ বিষয়ে তাঁর প্রকাশিত প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রচিন্তা (১৯৭৮) এবং রবির কর (১৯৮৪) উল্লেখযোগ্য।

সন্তোষকুমার ঘোষ ১৯৮৫ সালের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

০

বার পড়া হয়েছে

২

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ছোট গল্প