
জগমোহনের মৃত্যু

মহাশ্বেতা দেবী
গল্পের নাম ‘জগমোহনের মৃত্যু’ হলেও জগমোহন, সোমরা গঞ্জু ও বুলাকি তিনজনেই এই মৃত্যু দ্বারা অসম্ভব কিংবা সদাই সম্ভব সব পরিণামে উত্তীর্ণ হয়েছিল। ঘটনাটি ঘটে সাতাত্তরের অক্টোবরে। কাহিনীটির একটি অলৌকিক দিকও আছে। সেটি এখন বুরুডিহা গ্রামের হনুমান মিশ্রের এখতিয়ারে। বস্তুত, বুরুডিহার সন্নিকটে সেই অক্টোবরে, দেবীপক্ষে যেসব অবিশ্বাস্য ঘটনা ঘটে, তাতে হনুমানের শ্রেষ্ঠতা এবং ঈশ্বরের ইচ্ছা অঞ্চলটি...